Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: natural-voltaic-titanium
7いいね 109回再生

দক্ষিণ আফ্রিকা থেকে যেভাবে বর্ণবাদ বিলোপ হয় || How did apartheid end in South Africa?

দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের বৈষম্যের শৃঙ্খলে আটকে পড়ার শুরু ষোড়শ শতকে—নেদার‍ল্যান্ডসের দখলদারির মধ্য দিয়ে। এরপর সপ্তদশ ও অষ্টাদশ শতকে দেশটিতে উপনিবেশ গড়ে তোলে ব্রিটেন।

দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয় শাসকদের উত্তরসূরিদের হাত ধরে গড়ে তোলা হয় ন্যাশনাল পার্টি (এনপি)। ১৯৪৮ সালে ক্ষমতায় আসার পরই তারা বর্ণবাদ আইন জারি করে। এনপি শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল। তাই স্বাভাবিকভাবেই এর ছায়া পড়েছিল বর্ণবাদ আইনে। এই আইনের ফলে একই দেশের মধ্যে আলাদা করে ফেলা হয় বিভিন্ন বর্ণের মানুষকে।

১৯৯৪ সালের ১০ মে প্রেসিডেন্ট হিসেবে নেলসন ম্যান্ডেলার শপথ নেওয়ার মধ্য দিয়েই বলতে গেলে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ আইনের বিলোপ হয়। তবে এই স্বাধীনতা পেতে প্রায় অর্ধশত বছর ধরে আন্দোলন–সংগ্রাম করেছে দেশটির কৃষ্ণাঙ্গরা। এ সময় ঝরেছে অনেক শিক্ষার্থী ও আন্দোলনকারীর রক্ত।

নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা থেকে কীভাবে বর্ণবাদের অবসান হয়েছিল তা জানতে দেখুন এই ভিডিওটি।

ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।

উল্লেখ্য, ভিডিওটি তৈরিতে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনের সহায়তা নেওয়া হয়েছে।

コメント