ব্রিটিশরা কেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দখল ছাড়তে চায় না ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : youtube.com/ADYOPANTO
উনবিংশ শতকের প্রথম অর্ধে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিলো। তাই দ্বীপপুঞ্জটির মালিকানা নিজেদের হিসেবে দাবি করতো আর্জেন্টিনা। তবে বৃটিশরা বরাবরই এই দাবি অস্বীকার করে এসেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ১৭৬৬ সালে দ্বীপপুঞ্জটি আবিষ্কারের পর থেকে ফকল্যান্ডের সিংহভাগ অধিবাসীই বৃটিশ বংশোদ্ভূত। তাই দ্বীপপুঞ্জটির মালিক বৃটেন। ১৯৮২ সালে আর্জেন্টিনার অর্থনীতি খুবই শোচনীয় অবস্থায় ছিলো। এই ব্যর্থতা থেকে দেশবাসীর দৃষ্টি ফিরিয়ে নিজের জনপ্রিয়তা বাড়াতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট লিওপোল্ডো গালটিয়েরি। ওই সময় বৃটেনও অর্থনৈতিক সংকটে হিমশিম খাচ্ছিলো। তাই গালটিয়েরি ভেবেছিলেন আর্জেন্টিনার সেনা অভিযানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে না বৃটেন। প্রেসিডেন্টের আদেশে ১৯৮২ সালের এপ্রিল মাসে ফকল্যান্ড দখল করে নেয় আর্জেন্টিনার সামরিকবাহিনী। কিন্তু বৃটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার পাল্টা সেনা অভিযানের সিদ্ধান্ত নেন। ফলে দ্বীপপুঞ্জটি কয়েক দিনের মাথায় ফের বৃটেনের দখলে চলে আসে।
▶ Follow Me on Facebook:
www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
www.atpoure.com/
📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail
コメント