Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver1
2402いいね 62,157 views回再生

ইসরায়েল এখন পর্যন্ত ইরানের কি কি ক্ষতি করেছে ?| আদ্যোপান্ত | Israel's Attack On Iran

পরমাণু বিজ্ঞানী হত্যা, সাইবার আক্রমণ বা ড্রোন হামলা চালিয়ে ইরানের কি কি ক্ষতি করেছে ইসরায়েল ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

গত রবিবার (১৪ই এপ্রিল) ভোর রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এখন এর প্রতিক্রিয়া হিসেবে ইরানেও পাল্টা হামলার কথা ভাবছে ইসরায়েল। এর আগে গত মাসের পহেলা এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা করেছিল ইসরায়েল, মূলত তখনই ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে এর কড়া জবাব দেওয়ার কথা জানানো হয়েছিলো। তবে ইরান যে সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে তা ছিলো অনেকেরই ধারণার বাইরে। কেননা মধ্যপ্রাচ্যের এই দেশ দুইটির দ্বৈরথ বহু পুরনো হলেও ইরান কখনোই সরাসরি ইসরায়েলের মাটিতে আক্রমণ করেনি। বরং এর আগে ইসরায়েল এর প্রকাশ্য কিংবা চোরাগুপ্তা হামলার বিপরীতে, ইরান কেবলই তার প্রক্সি যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বা ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার চেষ্টা করেছে। আর এবার যেহেতু প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করেছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শুধুমাত্র দূতাবাসে হামলার জবাবে ইরান কেনো এত বড় একটি সিদ্ধান্ত নিলো।

তাই বলে রাখা ভালো, এবারই প্রথম ইসরায়েল এমন কাজ করেনি। বরং এর আগেও বহুবার ইরানের পারমানবিক কার্যক্রমে বাধা দিতে বিভিন্ন অপকর্ম করেছে ইসরায়েল। কারণ ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি কখনো পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠে তবে তা হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি। ফলে ইসরায়েল প্রতিনিয়তই ইরানে গুপ্তহত্যা, সাইবার আক্রমণ, ও ড্রোন হামলার মতো কাজগুলো চালিয়ে আসছে।

চলুন তবে দেখে নেওয়া যাক- আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই পূর্বেও ইসরায়েল ঠিক কী ধরনের অপারেশন চালিয়েছিল ইরানের বিরুদ্ধে।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail.com

コメント