Join this channel to get access to perks:
/ @gargaofficial
বাংলা পক্ষে যোগ দিতে নাম ও জেলা সহ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো
6292244321
জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন করে লোকসভা ও রাজ্যসভায় বিভিন্ন রাজ্যের সাংসদ সংখ্যার যে অনুপাত আছে, সেই অনুপাত কোনভাবেই বদল করতে দেওয়া যাবে না। লোকসভায় আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৪৬ করা হয়েছে, অর্থাৎ আসন সংখ্যা ৫৬% বাড়ানো হয়েছে। রাজ্যগুলির মধ্যে প্রতিনিধিত্বের অনুপাত একই রাখতে হলে প্রত্যেক রাজ্যের আসন সংখ্যা সম হারে অর্থাৎ ৫৬% করে বাড়াতে হবে। যেমন, বর্তমান লোকসভায় পশ্চিমবঙ্গের সাংসদ সংখ্যা ৪২, নতুন লোকসভায় পশ্চিমবঙ্গের সাংসদ সংখ্যা ৫৬% বাড়লে ৬৬ জন সাংসদ হবে। নতুন লোকসভায় পশ্চিমবঙ্গের সাংসদ সংখ্যা ৬৬-র থেকে একজনও কম করা চলবে না। আমাদের জনপ্রতিনিধিত্ব কমানোর চেষ্টা করলে প্রতিরোধ আন্দোলন হবে।
বন্দেমাতরম
জয় বাংলা
コメント